Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম নারী এএমডি পেল সিটি ব্যাংক

সারাবাংলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩ ২০:৪৫

ঢাকা: সিটি ব্যাংকের ইতিহাসে প্রথম নারী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহিয়া জুনেদ।

রোববার (১৫ জানুয়ারি) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি ব্যাংক সম্প্রতি মাহিয়া জুনেদকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি দিয়েছে।

জুনেদ এর আগে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেশনস অফিসার (সিওও) এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এএমডির দায়িত্ব পালন করার পাশাপাশি ব্যাংকের নারী কর্মী বিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় ব্যাংকের এমডির সঙ্গে সরাসরি কাজ করবেন তিনি।

থাইল্যান্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ করা মাহিয়া ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সিটি ব্যাংক এনএ বাংলাদেশ-এ অপারেশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে রেসিডেন্ট ভিপি ও হেড অব অপারেশন পদে থাকা অবস্থায় ওই আমেরিকান ব্যাংক ত্যাগ করেন।

২০০৭ সালে তিনি দি সিটি ব্যাংকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগ দেন। ২০১৬ সালে তিনি এই ব্যাংকের ডিএমডি হন। এখন এএমডি হলেন।

মাহিয়া আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি হংকং লিমিটেডেরও পরিচালক।

সারাবাংলা/একে

এএমডি নারী এএমডি সিটি ব্যাংক


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর