মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মানবতাবিরোধী অপরাধী গ্রেফতার
১৭ জানুয়ারি ২০২৩ ১০:৩০
বগুড়া: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে বগুড়া থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় র্যাব-২ ও র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
নাজমুল হুদা (৭২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত রইচ উদ্দিন সরকারের ছেলে। গাজিপুরের টঙ্গি উপজেলার কাজীপাড়া রোডের খরতৈল পশ্চিম পাড়ায় তার বাড়ি আছে।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা হয়। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল মৃত্যুদণ্ডে দন্ডিত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
স্কোয়াড কমাণ্ডার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বগুড়ায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। মুক্তিযুদ্ধের সময়ে তিনি জামায়াতের সক্রিয় সদস্য হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন।
সোমবার রাতেই তাকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও