Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমির শফিকুরের জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৬:১২

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামিনের আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালত এই আদেশ দেন।

এদিন ডা. মো. শফিকুর রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে এই বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে তার জামিনের আবেদন না মঞ্জুর করেন আদালত।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার কয়েকদফা জামিনের আবেদন না মঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সিআরমিস করেন আইনজীবীরা।

২০২২ সালের ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর গত ১৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সারাবাংলা/এআই/ এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর