Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৭:০৩

জয়পুরহাট: জেলা সদরে ভাড়া বাড়িতে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার যুবকের নাম হিরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হিরা পাঁচবিবির মাস্টারপাড়া এলাকার ফজলে করিম বাবুয়ার ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গ্রেফতার হিরা ওই তরুণীকে একটি ভাড়া বাড়িতে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করে। পরে ভুক্তভোগীর পরিবার র‌্যাব ক্যাম্পে অভিযোগ করে। পরে তাদের অবস্থান শনাক্ত করে মাধ্যমে গত রাতে বিশ্বাসপাড়া এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধারসহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেজর মোস্তফা জামান।

সারাবাংলা/এনএস

জয়পুরহাট তরুণীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর