Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৮:২৫

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতিয়া চৌধুরী

ঢাকা: বর্ষীয়ান ও পরীক্ষিত নেতা মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তিনি বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়াও তিনি কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করার বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন জানান আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

নিয়ম অনুযায়ী, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তার মতামত স্পিকারকে জানান। পরে স্পিকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

মতিয়া চৌধুরী সংসদ উপনেতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর