Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা ভবন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনটি যে কোনো মূহুর্তে ধ্বসে পড়ার আশংকায় সেখানে থাকা লোকজন ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে।

ফায়ার সার্ভিস, বায়েজিদ স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন সারাবাংলাকে বলেন, ‘ফেরদৌস কমপ্লেক্স নামের ভবনটিতে নিচে কিছু দোকান ও ওপরে বেশ কয়েকটি অফিস ছিল। সিটি করপোরেশন খালের ড্রেজিং কাজ করতে গিয়ে হয়তবা ভবনের পাইলিংয়ে ফাটল ধরেছে। তাই আংশিক হেলে পড়েছে। ভবনটি হেলে পড়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ইতোমধ্যে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।’

ভবনের মালিক বাপ্পি আহমেদ সারাবাংলাকে বলেন, ‘সিটি করপোরেশন ও সিডিএর প্রকল্পের কাজে ভবন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে আজ সকালে ভবনটি একপাশে হেলে পড়ে। আপাতত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।’

সারাবাংলা/আইসি/ইআ

টপ নিউজ ভবন হেলে পড়েছে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর