Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩ ১৬:৪৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৮:৩৯

ইউক্রেনের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কিয়েভের উত্তরপূর্বের ব্রোভারি শহরে একটি কিন্ডারগার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং তিন শিশুও রয়েছে বলে জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক গভর্নর অ্যালেক্সি কুলেবার। তিনি জানান, এ ঘটনায় ১৫ শিশুসহ ২৯ জন আহত হয়েছেন।

এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কি, তার ডেপু্টি ইয়েভহেনি ইয়েনিন এবং মন্ত্রণালয়ের রাজ্য সেক্রেটারি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেইনের পুলিশপ্রধান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২১ সালে মোনাস্তিরস্কিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।

তবে কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সেনা পাঠানো রাশিয়াও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ওই এলাকায় সেসময় রাশিয়ার কোনো হামলার কথাও জানাননি ইউক্রেইনের কর্মকর্তারা।

সারাবাংলা/পিটিএম

ইউক্রেন হেলিকপ্টার বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর