Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচনে ইভিএম নিশ্চিত করতে পারছে না ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১৭:২৬

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ, আদৌ চাহিদা অনুযায়ী ইভিএম পাওয়া যাবে কি না; কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারব- সে বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে সিইসির সঙ্গে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে উনারা (ইউরোপীয় ইউনিয়ন) একটা প্রশ্ন করেছিলেন যে, এটা নিয়ে অবিশ্বাস আছে কি না। বলেছি, ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গিয়েছিল। তবে এটাও জানিয়েছি যে, ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ আদৌ ইভিএম চাহিদা অনুযায়ী পাওয়া যাবে কি না; কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারব- সে বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। উনাদের সঙ্গে আমাদের এতটুকুই আলোচনা ছিল।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘উনারা এর আগেও গত বছর জুলাইয়ে আমাদের এখানে এসেছিলেন। তাদের সঙ্গে তখন নির্বাচন নিয়ে মতবিনিময় হয়েছে। এখন যেহেতু আমরা নির্বাচন বর্ষে উপনীত হয়েছি- তাই উনারা পিরিয়ডিক্যাল মতবিনিময় করতে এসেছিলেন। মূলত আমাদের নির্বাচনি প্রস্তুতি কেমন তা জানতে এসেছিলেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা উনাদের কাছ থেকে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি, নির্বাচনের কোন কোন বিষয় আপনারা জানতে চান। উনারা আমাদের ইলেকটোরাল রোল সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাদের সে বিষয়ে অবহিত করেছি। সংসদীয় আসনের সীমা পুনঃনির্ধারণ, নির্বাচন অংশগ্রহণমূলক করতে আমাদের কোনো উদ্যোগ আছে কি না- এই বিষয়গুলো তাদের জানিয়েছি। আমাদের বর্তমান অবস্থানটা পরিষ্কার করেছি। আমরা জানিয়েছি আমরা প্রস্তুত আছি।’

বৈঠকে ইইউভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ছিলেন- ঢাকায় নিযুক্ত ইইউর ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, ডেনমার্কের দূত ইউনি স্ট্র‍্যাপ পিটারসন, সুইডেনের দূত আলেকজান্দ্রা বার্গ ভন, জার্মানির দূত আচিম টোস্টার, নেদারল্যান্ডসের দূত অ্যানি গিরার্ড ভ্যান লুইন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গিলিয়াম এড্রেন ডে কের্ডেল, ইতালির ডেপুটি হেড অব মিশন মাতিয়া ভেনচুরা, স্পেনের হেড অব মিশন ইগনাসিয়ো সাইলস ফার্নান্দেজ, সুইজারল্যান্ডের দূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের দূত এস্পেন রিক্টার সেভেন্ডসেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

ইভিএম সিইসি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর