Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআইআরএফের আগের কমিটিই বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১৭:২৭

ঢাকা: পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরাম (পিআইআরএফ) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি আগের কমিটিকে বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ‘বাগিচা রেস্টুরেন্টে‘ কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

১৬ সদস্য বিশিষ্ট এ কমিটিতে দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আছাদুজ্জামান সভাপতি এবং দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আতাউর রহমান সাধারণ সম্পাদক বহাল রয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু ও আরটিভির রুহুল আমিন তুহিন, যুগ্ম-সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজম, কোষাধ্যক্ষ সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জল জিসান, সাংগঠনিক সম্পাদক বণিক বার্তার নিহাল হাসনাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনি, দফতর সম্পাদক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জামিল খান।

৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মর্তুজা হায়দার লিটন, দেশ টিভির মহিউদ্দিন, আজকের পত্রিকার রাশেদ নিজাম, আজকালের খবরের বেলাল উদ্দিন সেতু ও ৭১ টিভির নাদিয়া শারমিন।

বিশেষ সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়। নতুন সদস্য নেওয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেন। এছাড়া বার্ষিক ফ্যামিলি ডে পালনের বিষয়েও আলোচনা হয় সভায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর