Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া যাওয়া খালি কনটেইনার থেকে বাংলাদেশি কিশোর উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ২৩:০৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ১৩:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার কেলাং বন্দরে যাওয়া একটি খালি কনটেইনার থেকে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। জীবিত থাকলেও ওই কিশোরকে অসু্স্থ অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি ইন্টিগ্রা জাহাজ থেকে কেলাং বন্দর কর্তৃপক্ষ কিশোরকে উদ্ধার করে। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিষয়টি বন্দর সংশ্লিষ্টরা জানতে পারেন।

বিজ্ঞাপন

জাহাজটির বাংলাদেশের প্রতিনিধি কন্টিনেন্টাল ট্রেডার্স (বিডি) লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সাল সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কিশোরের আনুমানিক বয়স ১৫ বছর। সে বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে জাহাজটির স্থানীয় প্রতিনিধি।

গত ১২ জানুয়ারি ১৩৩৭ টিইইউএস কনটেইনার নিয়ে এমভি ইন্টিগ্রা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা দেয়। গত সোমবার (১৬ জানুয়ারি) জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে পৌঁছায়। পরে খালি কনটেইনারের ভেতর থেকে ‘গোঙানির’ শব্দ শুনে কিশোরকে উদ্ধার করে কেলাংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

কন্টেইনার কিশোর উদ্ধার

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর