সোহরাওয়ার্দী উদ্যানে যুবকের ঝুলন্ত লাশ
৩ মে ২০১৮ ১৪:৪৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মে) সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানাস, সকালে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। একটি লুঙ্গির সাথে সে গলায় ফাঁস দিয়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি ভবঘুরে ও মাদকাসক্ত ছিল। রাতের যেকোনো সময় সে গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
/এসএসআর/এমও/