Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার ৩ দিন বিকেল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ১৬:১২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ১৬:১৬

ঢাকা: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেলের যাতায়াত সময় বৃদ্ধি পেয়েছে। আগামী শুক্রবার (২০ জানুয়ারি) থেকে রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।

যাত্রীদের চলাচলের সুবিধার্থে রোববার (২২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দু’টিতে এমআরটি পাস বিক্রয় বন্ধ থাকবে।

সারাবাংলা/এনআর/ইআ

টপ নিউজ বিশ্ব ইজতেমা মেট্রোরেল

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর