Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাক খাতের মিড লেভেলে বিদেশি জনশক্তির প্রয়োজন হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৩ ২১:৩৫

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের তৈরি পোশাক শিল্পে মিড লেভেলে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষ ম্যানেজার তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে তারা বেশ ভাল কাজ করছে।

তিনি বলেন, দীর্ঘদিন বিদেশি জনবল দিয়ে আমরা এ কাজ করেছি। এখন দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। এখন আর বিদেশি ম্যানেজারদের ওপর আমাদের নির্ভর করতে হবে না।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তুরাগে ‘আরএমজি সেক্টরে দক্ষ ম্যানেজার তৈরির উদেশ্যে পরিচালিত বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট’ বিষয়ক অরিয়েন্টেশন অ্যান্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেনোলজি (বিইউএফটি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিই একটি শিল্প প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তৈরি পোশাক খাতে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, আমাদের তৈরি জনশক্তি দেশের চাহিদা পূরণ করবে। এ সব দক্ষ জনশক্তি আমাদের শিল্প প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনেক প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করে বাংলাদেশের পোশাক খাত পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রফতানি কারক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের রফতানির প্রায় ৮২ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে।

বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় আমাদের তৈরি পোশাক খাতের ম্যানেজমেন্ট লেভেলে শুধু বিদেশি জনশক্তিই কাজ করতো। এখন আমাদের দেশের অনেক দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। পেশাগত কাজে তারা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। সে কারণে বিদেশী কর্মীর সংখ্যা অনেক কমে এসেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হলে আমাদের আর বিদেশি জনশক্তির প্রয়োজন হবে না। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিইউএফটি এর বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটি এর ভিসি প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান এবং ভোট অফ থ্যাংকস দেন প্রো-ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

সারাবাংলা/ইএইচটি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর