Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ১০:৩৬

গাজীপুর: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

শুক্রবার (২০ জানুয়ারি) নিজ নিজ খিত্তায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- গাইবান্ধার শুক্কুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪৮) এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, শুক্রবার এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আব্দুল হান্নান অজ্ঞান হয়ে গেলে সেখানেই তিনি মারা যান। একই দিন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে গাইবান্ধার শুক্কুর মন্ডল ও ঢাকার সাভারের শিমুলতলী এলাকার মফিজুল ইসলাম মারা যান এবং ব্যবসায়ী বোরহানও শুক্রবার রাত ১১টায় ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ইজতেমা ময়দানে বরগুনা জেলার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মারা যান।

সারাবাংলা/ইআ

বিশ্ব ইজতেমা মুসল্লির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর