Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটবেল্ট না বাধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩ ১৩:৪০

গাড়িতে চড়ার সময় সিটবেল্ট না বাধায় জরিমানা গুনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ল্যাঙ্কাশায়ার পুলিশ ৪২ বছর বয়সী প্রধানমন্ত্রীকে এ অর্থদণ্ড দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সিটবেল্ট না পরলে ল্যাঙ্কাশায়ার পুলিশ ১০০ পাউন্ড জরিমানা করে। তবে মামলাটি আদালতে গেলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জরিমানা অর্থ পরিশোধ করবেন।

গত সপ্তাহে ল্যাঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে সাময়িক সিটবেল্ট খুলে ফেলেন ঋষি সুনাক। সেসময় গাড়িতে বসে ভিডিও করছিলেন তিনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়লে বিস্তর সমালোচনা শুরু হয়। পরে ঋষি সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চান।

সারাবাংলা/আইই

ঋষি সুনাক টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর