হারায়ে দেওয়া নির্বাচনে এবার অংশ নেব না: মির্জা ফখরুল
২১ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮
ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ দেশের মালিক জনগণ, কিন্তু তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এ সরকার। তারা আগের রাতে ভোট চুরি করে ইচ্ছামত বিরোধী দলের প্রার্থীদের হারায়ে দেয়। তাই আমরা ঠিক করেছি, এই হারায়ে দেওয়া নির্বাচনে আমরা এবার অংশ নেব না।’
শনিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রায় ১ মাস কারাগারে থাকার পর মুক্তি পেয়ে নিজ শহরে আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘তারা বিদ্যুতের দাম ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ায় দেশে সবকিছুর দাম বেড়ে গেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সরকারি দলের লোকজন ফুলেফেঁপে বড় হয়েছে। এ জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল।’
জজ-ব্যারিস্টার, স্থানীয় এমপি সাহেবের যে অধিকার, জনগণের অধিকারও তাই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কিন্তু এখন কথা বললেই মামলা। এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। এই সরকার ১৪ বছর ধরে জগদ্দল পাথরের মতো জনসাধারণের উপর চেপে বসেছে।’
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তব্য শেষে মির্জা ফখরুল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সারাবাংলা/এমও