Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ১৯:০৯

ডা. দীপু মনি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ফ্যাশন টেকনোলজির বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)’।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর টাইগারপাসের নেভি কনভেনশন হলে বিশেষায়িত এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চট্টগ্রামের মতো জায়গায় বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়া যৌক্তিক দাবি করে ডা. দীপু মনি বলেন, ‘এটি প্রথমে ডিপ্লোমা ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করেছিল। এরপর স্নাতক কোর্স। সবশেষে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করল। বিজিএমইএ’র একটি ফ্যাশন অ্যান্ড টেকনলোজি বিশ্ববিদ্যালয় আছে ঢাকায়। এটি দ্বিতীয়। চট্টগ্রামের মতো জায়গায় এটি স্থাপিত হয়েছে, যা খুবই যৌক্তিক।’

গার্মেন্টস শিল্পে বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয় দক্ষ জনবলের অভাব পূরণ করবে জানিয়ে তিনি বলেন, ‘ক্রমবিকাশমান এ শিল্পে দক্ষ জনশক্তি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে দিতে পারছি না, যা দুঃখজনক হলেও সত্য। আমরা দক্ষ যোগ্য জনবল দেশেই তৈরি করতে চাই। সেটি সম্ভব। সেজন্যই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। এ বিশ্ববিদ্যালয় এ শিল্পের বর্তমানে যে জায়গায় আছে, সেখান থেকে আরও উপরে যেতে সহযোগিতা করবে। দক্ষ জনবলের অভাব পূরণ করবে। আপনাদের কোর্স ডিজাইন হবে এ কর্মজগতের প্রয়োজন অনুযায়ী।’

চার বছরের অনার্স কোর্সের চেয়ে ডিপ্লোমাকে উত্তম মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘উচ্চ জ্ঞান ও দক্ষতা সৃষ্টি করার উদ্দেশ্যেই চট্টগ্রামে এই বিশেষায়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি ও অনুমোদন। বিশ্ববিদ্যালয় হওয়ার আগে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তাই এটিকে একেবারে নতুন না বলে আমরা বলব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রূপান্তর। সেই রূপান্তরের মধ্যে দিয়ে এটি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হবে।’

‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার কথা বলে শিক্ষার্থীদের ৪ বছর ধরে রাখতে চায়। একটা ছেলে ৪ বছরের অনার্স না করে, যদি একটা ডিপ্লোমা কোর্স করে কোনো শিল্প প্রতিষ্ঠানে যোগদান করতে পারেন, তাহলে সেটা অনেক বেশি উত্তম। আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে চার বছর ধরে দক্ষ করে তোলা সময় সাপেক্ষ ব্যাপার।’

সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য দেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, পরিচালক মো. ওমর ফারুক ও এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মার্চে সিবিইউএফটি’তে ভর্তি কার্যক্রম শুরু হবে। চারটি বিভাগে ৩৫ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি। প্রথম সেমিস্টারে মোট ১৪০ জন উচ্চশিক্ষার সুযোগ পাবেন। আগামী জুলাই-ডিসেম্বর সেশনে টেক্সটাইল ম্যানুফেকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এফটিএমই) অনুষদ চালুর পরিকল্পনা আছে। এর অধীনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (টিইএম) বিভাগের বিএসসি ডিগ্রি নিতে পারবেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/আইসি/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর