Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধারা সঠিক সম্মান পাচ্ছেন: গোলাম দস্তগীর গাজী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ১৯:২৫

ঢাকা: বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি। তাই জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা সব পর্যায়ে সঠিক সম্মান পাচ্ছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। সরকার বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দিতে ভিশন ২০৪১ বাস্তবায়ন করেছে। এ সব পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করা।’

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, ‘জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দেশপ্রেমিক হিসেবে তৈরি করেছেন। আমরা বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করেছি ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য। তিনি দেশকে স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু ঘাতকদের হাতে নির্মমভাবে হত্যা হওয়ায়, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।’

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের প্রতি‌টি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে। দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার জন্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, মুখ্য আলোচক ম. হামিদ, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সম্মান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর