Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাত-পা কেটে স্ত্রীকে খুনের চেষ্টা, স্বামী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ২০:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জঙ্গলে ভেতর নিয়ে হাত-পা কেটে বীভৎসভাবে স্ত্রীকে খুনের চেষ্টা করেছে এক ব্যক্তি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর গ্রামের পুরানঘাটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

গুরুতর আহত খুরশিদা আক্তার (৩০) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মীরপুর ইউনিয়নের দক্ষিণ শাহ মীরপুর গ্রামের ইয়াকুব আলীর (৪০) স্ত্রী। খুরশিদার বাবার বাড়িও একই গ্রামে।

পুলিশ পরিদর্শক সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘নয় বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে নানা বিষয়ে ঝগড়া হতো। গ্রেফতার ইয়াকুব জানিয়েছে, সম্প্রতি সে স্ত্রীকে খুনের সিদ্ধান্ত নেয়। এজন্য কবিরাজের কাছে যাবার কথা বলে স্ত্রীকে বাঁশখালী নিয়ে যায়। সেখানে সুযোগ বুঝে জোর করে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ধারলো চাকু দিয়ে কেটে দুই হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। দুই পায়ের গোড়ালির রগও কেটে দেয়।’

বিজ্ঞাপন

‘স্থানীয় লোকজন চিৎকার শুনে সেখানে গেলে ইয়াকুব জঙ্গলের আরও ভেতরে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আহত খুরশিদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ পরিদর্শক সুমন বণিক জানান।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর