Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার বদলের নামে বিএনপি দেশকে পেছনে নিতে চায়’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ২১:০৩

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সরকার বদলের নামে বিএনপি আবারও দেশকে পেছনে টেনে নিতে চায়। পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’

শনিবার (২১ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক নবনির্মিত ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির শাসনামলের পরিস্থিতি তুলে ধরে তাজুল ইসলাম বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি পাঁচ বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। খাদ্য ঘাটতি সৃষ্টি করেছিল ৫০ লাখ মেট্রিকটন। মাথাপিছু আয় ছিল ৭৫০ ডলার। ধ্বংসাত্মক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে হত্যা করে আহসানউল্লাহ মাস্টারকে, হত্যা করেছে শাহ এম এস কিবরিয়াকে, সর্বশেষে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল আওয়ামী লীগকে, হত্যা করতে চেয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে।’

বিএনপি ও আওয়ামী লীগ শাসনের তুলনা করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। আর বর্তমানে তার নেতৃত্বে গত চৌদ্দ বছরের শাসনামলে দেশে একটি দানা খাদ্য ঘাটতি নেই। দেশে কোনো মানুষ এখন অভুক্ত নেই। কৃষি, মৎস্য ও মাংস উৎপাদনে ঘটেছে অভাবনীয় পরিবর্তন। জনগণের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। দেশে এখন ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ঘটেছে যুগান্তকারী উন্নয়ন। পাহাড়ি দুর্গম এলাকা থেকে শুরু করে ফেঞ্চুগঞ্জের হাওড়ের প্রত্যন্ত অঞ্চলেও মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। এই ইন্টারনেট সেবাকে কাজে লাগিয়ে ঢাকা শহরের মতো ফেঞ্চুগঞ্জের তরুণ-তরুণীরাও অনলাইনে অর্থ উপার্জন করতে পারছে।’

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-০৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন আলীসহ আরও অনেকে।

সারাবাংলা/আরএফ/এনএস

এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর