Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৬ বিলিয়ন থেকে বেড়ে জিডিপি এখন ৪৬৫ বিলিয়ন ডলার’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৩ ১৯:০৩

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন শুরু। ৭২ সাল থেকে জিডিপি প্রবৃদ্ধি ৭৪ গুণ বেড়েছে। ১৯৭২ সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল মাত্র ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

রোববার (২২ জানুয়ারি) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের বন্ধুত্ব’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। আমাদের দারিদ্র্যের হার কমে এখন ২০ শতাংশ। মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩ বছর। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু। আর মর্ডান বাংলাদেশের স্থপতি শেখ হাসিনা। এটা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই।’ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক অনেক সহায়তা করছে বলেও উল্লেখ করেন আ হ ম মুস্তফা কামাল।

ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের পরবর্তী টার্গেট ২০৩১ সালে উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। আর ২০৪১ সালে হবে স্মার্ট ডেভলপমেন্ট বাংলাদেশ।’

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন- বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন ট্রটসেনবার্গ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক প্রমুখ।

সারাবাংলা/জেজে/পিটিএম

জিডিপি প্রবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর