রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-জঙ্গিদের মধ্যে গোলাগুলি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ০৯:০৯
২৩ জানুয়ারি ২০২৩ ০৯:০৯
কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি এবং র্যাবের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ এর পুলিশ সুপার (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেফতারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র্যাব। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সারাবাংলা/এমও