Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনির্দিষ্টকাল ইভিএমের জন্য অপেক্ষা নয়: ইসি আনিছুর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ১৩:২৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:১৩

ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্পের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

সোমবার (২৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

মো. আনিছুর রহমান বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য ইভিএম এর অপেক্ষা করবে না ইসি। ফেব্রুয়ারির ১ তারিখে কয়েকটি সংসদীয় আসনে উপনির্বাচন আছে। তারপর বসে কতটি আসনে ব্যালট আর কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইভিএমের নতুন প্রকল্প পাস হলেও ১৫০ আসনে তা ব্যবহার করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি এখনি বলা যাবে না। আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলোর কিউসি করা হচ্ছে।’

এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/জিএস/এমও

ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইসি আনিছুর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর