জাতীয় প্রেস ক্লাবে শিশুরা শিখতে পারবে নাচ, গান, চিত্রাঙ্কন
সারাবাংলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩ ১৫:১১
২৩ জানুয়ারি ২০২৩ ১৫:১১
ঢাকা: জাতীয় প্রেস ক্লাবে শিশুরা নাচ, গান ও চিত্রাঙ্কন শিখতে পারবে। ক্লাবের সদস্যদের সন্তানরা প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘মহামারি করোনার কারণে শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ বন্ধ ছিল। এখন থেকে তা পুরোদমে চালু করা হয়েছে।’
শ্যামল দত্ত আরও বলেন, ‘শিশুদের সৃজনশীল কর্মকাণ্ড আরও বিকাশের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সাংস্কৃতিক আয়োজন ঢেলে সাজানো হচ্ছে। আশা করি শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ক্লাবের সাংস্কৃতিক প্রশিক্ষণ আয়োজনকে সমৃদ্ধ করবে।’
সারাবাংলা/একে