আগুনে পুড়ে গেছে নরসিংদীর ভেলানগর বাজার
২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৩০
নরসিংদী: ভেলানগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসে ৩টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ জানান, আগুনে বাজারের কসমেটিকস, প্লাস্টিক ও জুতার দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, রাত ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে এমন সংবাদে সবাই বাজারে এসে দেখে ভয়াবহ আগুনের দৃশ্য। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ বলেন, ‘আগুন লাগার সংবাদে আমরা দু’টি ইউনিট নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। আগুন বড় দেখায় পার্শ্ববর্তী স্টেশন শিবপুর থেকে আরও একটি ইউনিট আমাদের সঙ্গে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি তিনি।
সারাবাংলা/এমও