Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে নিবন্ধিত এনজিও ২ হাজার ৫৫৪টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ১৮:০৪

ঢাকা: দেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা ২ হাজার ৫৫৪টি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নিবন্ধিতদের মধ্যে ২ হাজার ২৮৯টি দেশি এবং ২৬৫টি বিদেশি বলেও জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের লিখিত ‍উত্তরে এ সব তথ্য জানান তিনি। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে এটি উপস্থাপিত হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক কেবলমাত্র বৈদেশিক অনুদানে পরিচালিত দেশীয় এবং আন্তর্জাতিক এনজিওদের নিবন্ধন দেওয়া হয়। বর্তমানে এনজিও

বিষয়ক ব্যুরোর অধীনে বৈদেশিক অনুদানে পরিচালিত নিবন্ধিত এনজিও এর সংখ্যা মোট ২ হাজার ৫৫৪টি। এর মধ্যে দেশি এনজিওর সংখ্যা ২ হাজার ২৮৯টি এবং বিদেশি এনজিও’র সংখ্যা ২৬৫টি। পৃথক পৃথকভাবে এনজিওগুলোর তালিকা তুলে ধরেন মন্ত্রী।

বিদেশি এনজিওগুলো তাদের কর্মতৎপরতা সম্পর্কে সরকারের কাছে কোনো রিপোর্ট জমা দেয় কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ, বৈদেশিক অনুদানে পরিচালিত দেশি-বিদেশি এনজিওসমূহকে অনুসরণীয় বিদ্যমান ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ নভেম্বর, ২০২১ তারিখ জারিকৃত পরিপত্রের আলোকে সরকারের সংশ্লিষ্টদের কাছে রিপোর্ট দিতে হয়। সে অনুযায়ী বিদেশি এনজিওসমূহ নিয়মিত রিপোর্ট দেয় বলেও জানান তিনি।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর