Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের একাত্মতা


৩ মে ২০১৮ ১৭:০৪ | আপডেট: ৩ মে ২০১৮ ১৭:০৭

।।বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট।।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদকে স্বপদে বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রলীগ। এসময় সব পরীক্ষা বাতিলের দাবিও জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (৩ মে) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন জবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল। এসময় তিনি বলেন, ‘নাসির স্যার অপরাধ করলে তিনি অপরাধী। কিন্তু বিনা কারণে নাসির স্যারকে ফাঁসানোর চেষ্টা করা হলে আমরা এর পক্ষে নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। আজ আমরা দেখেছি বাংলা বিভাগে কেবল মাত্র ছয় জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যা বলতে গেলে একটি ব্যাচের ৫ শতাংশ। তাই আমরা ৯৫ শতাংশ শিক্ষার্থীর কথা মাথায় রেখে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রশাসনের প্রতি পরীক্ষা বাতিলের জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘ভিসি স্যারের সাথে আমি কথা বলেছি। উনি আমাকে বলেছেন, এই শিক্ষার্থীদের পরীক্ষা আবার নেওয়া হবে। আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং একমাত্র ফটক আটকে রাখায় ক্যাম্পাসে আসেননি উপাচার্য। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কয়েক দফায় বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘আমি শিক্ষক। আমি তাদের একজন অভিভাবকও বটে। তাই তাদের শাসন করার অধিকার আমি রাখি।’ আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর বলেন, ‘আপনাদের দাবির যৌক্তিকতা আছে। আপনারা আপনাদের শিক্ষকের অপসারণ প্রত্যাহার চান। সেটা একটা নিয়মের মধ্যে দিয়ে যান। শুরুতেই এমন উগ্র আচরণ করলে সবাই ক্ষতিগ্রস্ত হবো। নাসির স্যারের বিষয়ে ভিসি স্যার বেশ আন্তরিক। উনি চিঠি পাওয়ার পর, বিচার পুনর্বিবেচনার জন্য আবেদন করলে হয়তো শিথিল হতে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

আরও পড়ুন:
জবিতে শিক্ষক অপসারণ প্রত্যাহা‌রের দাবিতে প্রধান ফটকে তালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর