Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পৌরসভার সংখ্যা ৩২৮টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ১৯:৩৫

ঢাকা: স্থানীয় সরকার পাল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা ৩২৮টি। এর মধ্যে ক শ্রেণির পৌরসভা ১৯৭টি। খ শ্রেণির পৌরসভার সংখ্যা ৯৮টি, গ শ্রেণির সংখ্যা ৩৩টি।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রী এ সব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘গত ২৭ নভেম্বর প্রধান মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি( নিকার) সভায় সাতক্ষীরা জেলার শ্যামনগর পৌরসভা গঠনের প্রস্তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। এই পৌরসভার গঠনের গেজেট প্রকাশের কার্ক্রম চলমান আছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ পৌরসভা এবং পাবনা জেলার কাশিনাথপুর পৌরসভা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন তার লিখিত প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চান দেশে জেলাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা আছে কিনা?

উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে বিভাগীয় জেলা শহর ছাড়া কোনো জেলাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেই।’

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় সংসদ তাজুল ইসলাম পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর