Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকিতে উপকূলের মানুষ


১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:০০

স্টাফ করেসপন্ডেন্ট
জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের মানুষ ঝুঁকির মধ্যে আছে। সেই ঝুঁকি মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াতে হবে।

‘সাব রিজিওনাল ওয়ার্কশপ ২০১৭ ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া (এমপি) এসব কথা বলেন। রোববার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

দুই দিনের এই ওয়ার্কশপে ভারত, নেপাল ও শ্রীলংকারর জলবায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ উন্নয়ন পরিষদ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের যৌথ উদ্যোগে ওয়ার্কশপটির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন টিমের কো-অর্ডিনেটর এবং কর্মশালার চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সারোজ দাস, প্রিজম কলকাতার নির্বাহী পরিচালক অনিরুদ্ধ দে, বাংলাদেশ উন্নয়নের পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফা বানু প্রমুখ।

সারাবাংলা/এসও/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর