Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ২২:০৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ২২:৪৪

ঢাকা: শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। হালকা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।

সোমবার (২৩ জানুয়ারি) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পনামন্ত্রীর বুকে কফ জমেছে। তিনি ঠাণ্ডা কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মা জমে অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি মন্ত্রীকে। সামান্য অসুস্থ ছিলেন তিনি। তবে অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও পরে তিনি ভর্তি হন বিএসএমএমইউতে।

সারাবাংলা/এসবি/আইই

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর