Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ২২:৪৪

ফাইল ছবি

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঠাণ্ডা এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন তিনি।

মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি সোমবার (২৩ জানুয়ারি) সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

এদিকে, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান জানান, তিনি গত শনিবার থেকে বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছেন। মূলত ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। তবে বর্তমানে তিনি এখন অনেকটাই সুস্থ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) হাসপাতাল ত্যাগ করতে পারেন তিনি।

এর আগে, পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি মন্ত্রীকে। সামান্য অসুস্থ ছিলেন তিনি। তবে অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও পরে বিএসএমএমইউতে ভর্তি হন তিনি।

সারাবাংলা/এসবি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর