Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৩ ০০:০২

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। সে খেজুরের কাঁচা রস খেয়েছিল।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়।

মারা যাওয়া শিশুটির নাম সোয়াদ (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার মো. সানোয়ারের ছেলে। এ নিয়ে চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন মারা গেলেন।

রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২০ জানুয়ারি) সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি দিয়ে শিশুটি অচেতন হয়ে পড়ে। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। শনিবার (২১ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে রেফার করা হয়। পরে সন্দেহ হওয়ায় নিপাহ ভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রোববার ফলাফল পজিটিভ আসে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘খেজুরের কাঁচা রস পান করতে খুব মজা। এটা প্রায় সবারই পছন্দ। শিশুর বাবা-মা খুব শখ করেই খেজুরের কাঁচা রস পান করতে দিয়েছিলেন। তখন কি তারা জানতেন এটার মধ্যে নিপাহ’র মতো মরণ ভাইরাস আছে।’

নিপাহ ভাইরাস থেকে বাঁচার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বাদুড়ের সংস্পর্শে আসা খেজুরের রস অবশ্যই পান করবেন না। নিজ পরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের দেবেন না।’

বিজ্ঞাপন

এর আগে, চলতি মাসের প্রথম সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর নিপাহ ভাইরাসে মৃত্যু হয়। ওই নারী গোদাগাড়ী উপজেলার মাটিকাটার বাসিন্দা।

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর