Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ’লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে নয়, তারা গণতন্ত্র হত্যা করে কেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৩ ১৭:৪৫

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বলে- বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। ধরে নিলাম, তাদের কথা সত্য। আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে নয়, তারা গণতন্ত্র হত্যা করে কেন?

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে জিয়া প্রজন্ম দল।

ড. মঈন খান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় সাত কোটি মানুষের মধ্যে কতজন বিরোধিতা করেছিল? সে অজুহাত দিয়ে দেশকে আজ বিভক্ত করা হচ্ছে। এতে আওয়ামী লীগের কী লাভ? তারা দেশ বিভক্ত করে রাষ্ট্রকে অস্থির করতে চায়।’

তিনি বলেন, ‘২৫ মার্চ আওয়ামী লীগের কি ভুমিকা ছিল। তাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, পালিয়ে গিয়েছিল। সেদিন যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে দেশে মুক্তিযুদ্ধ হতো না, হতো গৃহযুদ্ধ। জিয়া জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যাননি। সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।’

মঈন খান বলেন, ‘দেশে রাজনীতি বলতে কিছু নেই। ৭২ থেকে ৭৫ সালে লিখিত বাকশাল ছিল। আর এখন অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে। আওয়ামী লীগ যা হুকুম করে তা জনগণকে মানতে বাধ্য করে। ক্ষমতাসীনদের অস্বাভাবিক রাজনীতি বন্ধ করতে হবে। মানুষকে চিন্তার স্বাধীনতা দিতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ বছর ক্ষমতায় থেকেও দেশের মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারেনি। এ ধারা থেকে বের হতে না পারলে এই স্বাধীনতা অর্থহীন।’

মঈন খান বলেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়। কিন্তু বিএনপি তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে না। যারা রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে, রাষ্ট্রের অর্থ লুটপাট করছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলে।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরতক উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ ড. মঈন খান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর