Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে শৃঙ্খলা ফেরাতে ৭ বাস চালককে কারাদণ্ড


৩ মে ২০১৮ ১৭:৪৪

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ডিভিশন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালিয়েছে। শাহবাগ মোড়ের ওই অভিযানে ৭ বাসচালককে কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে বিভিন্ন পরিবহনের ৮টি বাস ডাম্পিং করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ শিশু পার্কের সামনের সড়কে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, ‘ট্রাফিক আইন অমান্য ও লাইসেন্স না থাকায় ৮টি বাস জব্দসহ ৭ জন বাস চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং এক চালকের জরিমানা করা হয়েছে।’

কারদণ্ডপ্রাপ্তরা হলেন- তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-২৪৫৩) চালক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-২২৪৫) চালক রোকন হোসেন বাবু, ইটিসি পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-২২৫২) চালক সুমন মৃধা, ৩ নম্বর পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-২৫২০) চালক সোহেল, খাজা বাবা পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-২০০৪) চালক সোহেল, পুলিশের রিকুইজিশন করা বাসের (ঢাকা মেট্রো জ-০৪-০৭৫০) চালক রুবেলকে ১ মাস ও ইউনাইটেড পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৯৯৩) চালক দেলোয়ারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মৈত্রী পরিবহনের বাসচালককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্তদের সম্পর্কে তিনি বলেন, ‘যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর