Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠ পর্যায়ে দুর্নীতির খবর দিতে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৩ ১৫:৪০

ঢাকা: মাঠ পর্যায়ে দুর্নীতির যেকোনো তথ্য দিয়ে সহযোগীতা করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. মঈনউদ্দীন আবদুল্লাহ। একইসঙ্গে তিনি দুর্নীতি সম্পর্কিত অভিযোগ করার প্রক্রিয়া জনগণকে জানাতেও জেলা প্রশাসকদের বলেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘মাঠ পর্যায়ে দুর্নীতির খবর পাওয়ার অনেক সোর্স রয়েছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি দুর্নীতির সংবাদ পেলে দুদককে যেন অবহিত করেন। পাশাপাশি যেন জনগণকেও তারা অবহিত করেন যে দুর্নীতির খবর কীভাবে দুদকে অভিযোগ করতে হয়।’

ভূমি অফিসের দুর্নীতির প্রসঙ্গে বলেন, ‘ডিজিটালাজেশনের মাধ্যমে দুর্নীতি দমনের চেষ্টা করা হচ্ছে।’

খোদ ডিসিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে আর তা যদি অনুসন্ধান যোগ্য হয় তাহলে দুদক অনুসন্ধান করবে।’

জেলা প্রশাসক সম্মেলনে দুদক কেন আমন্ত্রিত এমন প্রশ্নের জবাবে বলেন, ‘সেটা কেবল মন্ত্রিপরিষদ বিভাগই বলতে পারবে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এখানে এসে আমি আটজন বিভাগীয় কমিশনার ৬৪ জন জেলা প্রশাসককে একসঙ্গে পেয়েছি। এখানে আমি আমার কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনদিন ব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/জেআর/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর