Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেক দফায় বাড়ল চিনির দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৩ ১৬:৪০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৯:২৪

ঢাকা: আরেক দফায় বাড়ল খোলা ও প্যাকটজাত চিনির দাম। নতুন দাম অনুযায়ী, কেজি প্রতি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা ও প্যাকেটজাত কেজি প্রতি চিনির দমি ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি চিঠি আকারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং চিনি কোম্পানিগুলোর চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বরে খোলা বাজারে কেজি প্রতি চিনির মূল্য নির্ধারণ করা হয় ১০২ টাকা, আর প্যাকেটজাত চিনির মূল্য নির্ধারণ করা হয় ১০৮ টাকা।

সারাবাংলা/জিএস/ইআ

চিনির দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর