Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে ৩৯ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদ প্রদান

সারাবাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩ ২৩:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সুফী সাধক কালাচাঁন গাজী প্রকাশ কালা ফকির স্মৃতি শিক্ষাবৃত্তি পেয়েছে ৩৯ শিক্ষার্থী।

কালাচাঁন গাজীর ১২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে পঞ্চম শ্রেণির ১৩০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এতে ট্যালেন্টপুলে ৪ জন, এ গ্রেড ১০ জন এবং সাধারণ গ্রেডে ২৫ জন কৃতকার্য হন।

গত ২০ জানুয়ারি উপজেলার বড়উঠানে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। এতে সহযোগিতা করেন সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন, ‘অলি-আল্লাহদের পথ অনুসরণ করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ছাত্র-ছাত্রীদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন থাকতে হবে।’

গাজী মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও সাইফুর রহমান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খতিব মোহাম্মদ সরওয়ার আলম, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন খান সুমন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন টিপু।

সারাবাংলা/আইসি/একে

কর্ণফুলী চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর