Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হলো অবৈধ দু’টি ইটভাটা, জরিমানা ১১ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৩ ১২:২২

গাইবান্ধা: পলাশবাড়ীতে অবৈধ দু’টি ইটভাটা বন্ধসহ ১১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামের ‘এমএসএ’ ও সাবদিন ভগবতীপুর গ্রামের ‘এসএসবি’ ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে শরিফুল ইসলামের মালিকানাধীন এমএসএ ব্রিকসকে ৬ লাখ টাকা ও জিল্লুর রহমান সেলিম মিয়ার মালিকানাধীন এসএসবি ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ। সঙ্গে ছিলেন রংপুর পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট হাসান ই মোবারক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ বলেন, ‘ইটভাটা দুইটির এক কিলোমিটারের মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এছাড়া তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। সে কারণে জরিমানাসহ কার্যক্রম বন্ধে উভয় প্রতিষ্ঠানের মুচলেকা নেওয়া হয়েছে। পশাপাশি পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।’

সারাবাংলা/এমও

ইটভাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর