Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়ের জোরে নির্বাচন করতে পারবে না সরকার: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৩ ২১:৩৬

নুরুল হক নুর, ছবি: সারাবাংলা

রংপুর: সরকার চাইলেও গায়ের জোরে ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। পুরো পশ্চিমা বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরব হওয়ায় সরকার তা পাবে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশসহ সদস্য ফরম উন্মোচন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, ‘আমাদের দায়িত্ব দেশের জনগণকে সচেতন করা যে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করে আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। স্বাধীনতার এত বছর পরেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে দেশে যে দুটি দল শাসন ক্ষমতায় এসেছে তারা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি।’

নুর আরও বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচন সুষ্ঠু হয়নি এজন্য আর সুষ্ঠু নির্বাচন হবে না— এমন কোনো কথা নেই। বিভিন্ন রাজনৈতিক দলের ইভিএম নিয়ে আপত্তি ও বিতর্কিত ইভিএম’র ভোটে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে। এরপর সরকার ইভিএম কেনা থেকে সরে এসেছে। এটা সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা যদি বিরোধী দলগুলো রাজপথে গণআন্দোলন তৈরি করতে পারি তাহলে ১৯৯১ সালের মতো বর্তমান সরকারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে। এজন্য জনগণের আন্দোলন লাগবে, রাজপথে গণআন্দোলন লাগবে।’

বিজ্ঞাপন

পরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন নুর। এসময় গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব, সহকারী সদস্য সচিব ও রংপুর বিভাগীয় সমন্বয়ক মাসুদ মোন্নাফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

নুরুল হক নুর রংপুর

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর