উন্নয়ন অগ্রযাত্রায় আপনারাও সাথী— পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী
২৯ জানুয়ারি ২০২৩ ১৪:১৭
রাজশাহী: পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রায় আপনারাও আমাদের সাথী। এজন্য আপনাদের যুগোপযোগী কর্মকৌশল গ্রহণ ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর করতে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। আমরা চাই, আমাদের দেশ যেন আর কোনোদিন পিছিয়ে না পড়ে।
রোববার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে, সকালে ১০টার দিকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহীর সারদায় পৌঁছান তিনি। বেলা ১১টার দিকে সারদা একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করেন এবং নবীণ এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন।
পুলিশ বাহিনীর সদস্যদের জনগণের জানমাল রক্ষা এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মানুষকে রক্ষার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনাকালে পুলিশ বাহিনীর সদস্যদের মানবিক সহায়তায় ভূমিকার কথাও তুলে ধরে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশ শুধু না পৃথিবীটাই হচ্ছে প্রযুক্তির পৃথিবী। প্রযুক্তির উৎকর্ষ সাধন হচ্ছে। বাংলাদেশকেও আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তার ভালো দিক যেমন আছে, আবার বিভিন্ন ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানবপাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাও কিন্তু নতুন নতুন রূপে সামনে আসছে। এগুলো মোকাবিলা করার জন্য আমরা ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং আমাদের প্রচেষ্টাই হচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলের কার্যক্রম বাস্তবায়ন করা। আমাদের পুলিশ বাহিনী কিন্তু বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে।’
হলি আর্টিজান হামলার ঘটনায় দুই জন পুলিশ বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে পুলিশের সাহসী ভূমিকায় বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদমুক্ত রাখতে সহায়তা করেছে সে কথা উল্লেখ করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ বাহিনী ভূয়সী প্রশংসার কাজ করছে বলেও মনে করেন তিনি।
আমরা চাই আমাদের পুলিশ বাহিনী পেশাদারিত্ব দক্ষতা বিজ্ঞানভিত্তিকভাবে গড়ে উঠবে। সেজন্য বহু প্রতিষ্ঠান এবং অনেক সরঞ্জাম কিনে দিয়েছি। পুলিশ বাহিনীর সার্বিক উন্নয়নে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ পুলিশ সাইন্স ডিগ্রিও দেওয়া হচ্ছে। পুলিশ একাডেমির ম্যানুয়াল পরিবর্তন ও পরিবর্ধন করে ২০২২ সালে যুগোপযোগী করা হয়েছে। পাশাপাশি কারিকুলামে ব্যাপক পরিবর্তন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
‘আপনারা স্বাধীন দেশের পুলিশ। আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন- জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা’— ১৯৭৫ সালে ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের এই কথাগুলোও বলেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, ‘জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বের সাথে আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠে এসেছে। আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। প্রতিটি সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুফল প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছে দিয়েছি। আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি জনগোষ্ঠী গড়ে তুলতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিচ্ছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়েছি, বাংলাদেশ পারে। আমরা সেই সাথে সাথে মেট্রোরেলও চালু করেছি। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। আমাদের আধুনিক যত কিছু যা দরকার করে দিচ্ছি। বিনিয়োগের ক্ষেত্রে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি।’
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কার কারণে দেশবাসীসহ সবাইকে কৃষি উৎপাদন বাড়ানোর জন্যও আহ্বান জানান তিনি।
২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পুলিশ বাহিনীকেও স্মার্ট পুলিশ বাহিনী হিসাবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনী চলবে সেটাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।
এসময় অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এমও