Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনানী সৈকত থেকে ছিনতাই করা ট্রলার মাঝিসহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৩ ১৫:০২

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে কক্সবাজার থেকে ছিনতাই করা একটি মাছ ধরার ট্রলার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের সময় জিম্মি করে নিয়ে যাওয়া ট্রলারের এক মাঝিকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের তিন কিলোমিটার গভীর সাগর থেকে ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

‘এমভি আল্লাহর দান’ নামে ট্রলারটির মালিক মোহাম্মদ হোসাইন এবং উদ্ধার হওয়া মাঝি সোনা মিয়ার (৩৮) বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

মোহাম্মদ হোসাইন সারাবাংলাকে বলেন, ‘আমার বোটটি সাগরে নামানোর জন্য ইনানী সৈকতে রাখা হয়েছিল। শুক্রবার রাতে ১০-১২ জন জলদস্যু অস্ত্রের ভয় দেখিয়ে বোট ছিনতাই করে। বোটে মোট ১৩ জন মাঝিমাল্লা ছিল। ১২ জনকে নামিয়ে আরেকটি বোটে তুলে দেওয়া হয়। সোনা মিয়া মাঝিকে নিয়ে ডাকাতরা সাগরে চলে যায়। আমার বোট ব্যবহার করে কয়েকটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। এরপর সেটি মাঝিসহ ভাসিয়ে দিয়ে চলে যায়।’

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘ট্রলার মালিকের অভিযোগ পেয়ে সদরঘাট নৌ থানা পুলিশ, মহেশখালী ও টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তৎপরতা শুরু করে। এর মধ্যেই জলদস্যুরা ট্রলারটি শনিবার রাতে ইনানী সমুদ্র সৈকতের যে স্থান থেকে অপহরণ করা হয়েছিল, তার থেকে তিন কিলোমিটার দূরে রেখে পালিয়ে যায়।’

পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় ট্রলারটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে বলে জানান ওসি একরাম।

সারাবাংলা/আরডি/ইআ

ট্রলার উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর