Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানি সেই ২ শিশু থাকবে মায়ের জিম্মায়

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৩ ১৬:৪২

ঢাকা: জাপানি সেই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে বলে রায় দিয়েছেন আদালত। রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এই রায় ঘোষণা করেন। সেইসঙ্গে বাবার দায়ের করা মামলাটি খারিজের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২২ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার জন্য এই তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

জানা যায়, ওই দুই শিশুর মা জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান। মেয়েদের জিম্মা পেতে করোনাভাইরাস মহামারির মধ্যে গতবছর জুলাইয়ে বাংলাদেশে আসেন এই জাপানি নারী।

তিনি হাইকোর্টে রিট আবেদন করলে তাদের সমঝোতায় আসতে বলে বিচারক। কিন্তু ওই দম্পতি সমঝোতায় না আসায় কয়েক মাস ধরে শুনানির পর হাইকোর্ট দুই সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দেয়। পাশাপাশি মা যাতে সন্তানদের সাথে দেখা করতে পারেন, তা নিশ্চিত করতে বাবাকে খরচ দিতে বলা হয়।

এরপর গত বছর ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সিদ্ধান্ত জানান, দুই মেয়ে কার জিম্মায় থাকবে, তা পারিবারিক আদালতে নিষ্পত্তি হবে। মামলাটি নিষ্পত্তির আগ পর্যন্ত দুই শিশু তাদের মায়ের কাছেই থাকবে।  এরপর আপিল বিভাগ থেকে মামলাটি পারিবারিক আদালতে আসে।

এদিকে, সন্তানসহ পালানোর চেষ্টার অভিযোগে জাপানি মা এরিকো নাকানোর বিরুদ্ধে সন্তানদের বাবা ইমরান শরিফ গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতে একটি মামলা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/পিটিএম

জাপানি শিশু মায়ের জিম্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর