Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন কমিশনের সদস্য হলেন বিচারপতি আবু বকর সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৩ ১১:৩৯

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবীরকে আইন কমিশনের সদস্য হিসেবে তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মো. মুনিরুজ্জামানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আইন কমিশনের আইন ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নম্বর আইন) এর ৫ এর ধারার উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন (৩) বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ করিল।

এতে আরও বলা হয়, উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন।

একইভাবে সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবীরকে আইন কমিশনের সদস্য হিসেবে তিন (৩) বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

কমিশনের উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালীন এ টি এম ফজলে কবীর হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আইন কমিশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর