Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে দিবসে ইউএইচএইচ এর দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প


৩ মে ২০১৮ ২০:৫৭ | আপডেট: ৩ মে ২০১৮ ২১:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘সুস্থ জাতি গড়বে সুস্থ দেশ’, এই লক্ষ্যেই কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল হেল্প হাব (ইউএইচএইচ)। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘হেলদি নেশন’ শিরোনামের ধারাবাহিক ক্যাম্পেইনের অংশ হিসেবে গত ১ মে (মঙ্গলবার) চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের পালাখাল গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি।

এটি ছিল ইউএইচএইচ এর অষ্টম ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগের ৭টি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৭ হাজার ১১২ জন প্রান্তিক ও সুবিধা বঞ্চিত রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে সংগঠনটি।

অষ্টম মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার ও ১০ জন স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে দিনব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে ৬০৫ জন রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।

ইউএইচএইচ এর এই ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। প্রান্তিক মানুষের জন্য এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে ইউএইচএইচ’কে ধন্যবাদ জানান তিনি।

সংগঠনটির এমন উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য ইউএইচএইচ এর এ ধরনের  ধারাবাহিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।’

ইউএইচএইচ এর মতো বিভিন্ন সংগঠনকে এমন কাজে এগিয়ে আসার কথাও বলেন তিনি।

বিজ্ঞাপন

সংগঠনটির অফিস সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ জানান, ‘সুস্থ, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে দরকার সুস্থ মানুষের। সে লক্ষ্যেই কাজ করে ইউএইচএইচ।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী পাঁচ বছরে পঞ্চাশ হাজার প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ‘হেলদি ন্যাশন’ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউএইচএইচ। পালাখালের এই ক্যাম্পেইনটি ছিল তারই অংশ। আগামীতে ক্যাম্পেইনকে আরও এগিয়ে নিতে অনেকেরই সহযোগিতা প্রয়োজন।’

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর