Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি রবিউল হুসাইনের ৮০তম জন্মদিন কাল

সারাবাংলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩ ২০:০১

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইনের ৮০তম জন্মদিন মঙ্গলবার (৩১ জানুয়ারি)। দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৪টায় ‘রবিউল হুসাইনের কবিতায় জীবন-মৃত্যু ও নিঃসঙ্গতা’ শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিন চিত্রা প্রকাশনীর নিবেদনে ‘শূন্য গর্ভ কথামালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

বিজ্ঞাপন

সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি, গল্পকার ও প্রাবন্ধিক খোরশেদ বাহার। আলোচক থাকবেন প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক নান্টু রায় ও চিত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী ও সম্পাদক শাম্মী আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উল্লেখ্য, ভাষা ও সাহিত্যে অবদান রাখায় ২০১৮ সালে একুশে পদক পান কবি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, স্থপতি রবিউল হুসাইন। তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী। পেশা স্থাপত্যশিল্প হলেও সম্পৃক্ততা ছিলেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষকও ছিলেন তিনি।

১৯৪৩ সালের ৩১ জানুয়ারিতে ঝিনাইদহের শৈলকুপার রতিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন রবিউল হুসাইন। আর মৃত্যুবরণ করেন ২০১৯ সালের ২৬ নভেম্বর।

সারাবাংলা/পিটিএম

কবি রবিউল হুসাইন জন্মদিন

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর