Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল সভাপতি টুকুর হাইকোর্টে জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৩ ২০:১৬

ঢাকা: রাজধানীর পল্টন থানায় ২০১৩ ও ২০২২ সালে দায়ের করা দুই মামলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার স্থায়ী জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এই আদেশের ফলে টুকুর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে বিএনপি নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন।

রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে গত বছরের ৩ নভেম্বর রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে সুলতান সালাউদ্দিন টুকুকে।

আইনজীবী জহিরুল ইসলাম সুমন জানান, ২০১৩ সালের ৬ মার্চ পল্টন থানায় দায়ের করা মামলায় তিনি এজাহারভূক্ত আসামি ছিলেন।

এ ছাড়া ২০২২ সালের ২৬ মে পল্টন থানায় আরেকটি মামলা হয়। কিন্তু সেই মামলায় তিনি এজাহারভূক্ত আসামি নন। তবে তাকে সেই মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই দুই মামলায় হাইকোর্ট আজ সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর