Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজ শেষ না হতেই হেলে পড়েছে পায়রা বন্দরের সুরক্ষা দেয়াল

লোকাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৩ ১২:৪৫

কুয়াকাটা: নির্মাণ কাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা সুরক্ষা দেয়াল। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ১০০ ফুট দৈর্ঘ্যের সুরক্ষা দেয়াল। গতকাল সোমবার সন্ধ্যায় বন্দরের কোয়াটারসংলগ্ন উত্তর পাশের ওই সুরক্ষা দেয়ালটি প্রবহমান খালের দিকে হেলে পড়ে।

বর্তমানে বালু সরে গিয়ে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় ৩ হাজার ফুটের ওই সীমানা সুরক্ষা দেয়াল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা গাইড ওয়াল ও সাইড ডেভেলপমেন্টের কাজ পায়। কাজের চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১১ কোটি টাকা। গত বছর এ কাজটি শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর গতকাল গাইড ওয়ালটি উত্তর দিকে হেলে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা বলেন, ‘বন্দরের এই গাইড ওয়ালের কাজটি একেবারে নাজুক হয়েছে। যেকোনো সময় পুরো গাইড ওয়াল ভেঙে খালের মধ্যে পড়ে যেতে পারে। এ কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানির ম্যানেজার পারভেজ জানান, ‘এখন বন্দরের মধ্যে রয়েছি। এ বিষয়ে আগামীকাল কথা হবে।’

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংসের আজিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। বিষয়টি বন্দর চেয়ারম্যানকে অবহিত করা হবে।’

সারাবাংলা/এমও

কুয়াকাটা পায়রা বন্দর সুরক্ষা দেয়াল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর