বইমেলায় ৩ স্তরের নিরাপত্তা, সিসিটিভি’তে সার্বক্ষণিক পর্যবেক্ষণ
৩১ জানুয়ারি ২০২৩ ১৩:৩০
ঢাবি: বইমেলাকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার বলেছেন, বইমেলার সকল স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে নিরাপত্তার বিষয়টি সাজানো হয়েছে। মেলার আশেপাশের এলাকা সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে নেওয়া সার্বিক নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানেই এসব তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বইমেলার সব স্টেকহোল্ডারদের নিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, বিদ্যুৎ বিভাগসহ বইমেলার সব স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করেই সার্বিক নিরাপত্তার বিষয়টি সাজানো হয়েছে। অতীতে বইমেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুনরায় যাতে না ঘটে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বইমেলাকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘মোট তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রথমত, স্টলগুলোর সঙ্গে আমাদের ফোর্স থাকবে। দ্বিতীয়ত, যেসব রাস্তা দিয়ে দর্শনার্থী-ক্রেতারা বইমেলায় আসবে, সেসব রাস্তায় আমাদের ফুট টহল, বাইসাইকেল এবং বাইক টহল থাকবে। তৃতীয়ত, বইমেলার আশেপাশের এলাকা সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। বইমেলার ভেতরে একটি কন্ট্রোল রুম থাকবে।’
বইমেলার প্রবেশপথ সংক্রান্ত বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলা একাডেমিতে দু’টি প্রবেশপথ এবং একটি বহির্গমণ পথ থাকবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে থাকে সর্বমোট তিনটি প্রবেশপথ। বহির্গমণ পথ থাকবে আলাদা। বিশেষ ও ছুটির দিনে সোহরাওয়ার্দী উদ্যান অংশের বইমেলায় অতিরিক্ত প্রবেশ পথ থাকবে। বিশেষ দিনে সোহরাওয়ার্দী উদ্যান অংশের মেলায় প্রবেশের জন্য ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের গেটগুলো খোলা রাখা হবে। টিএসসি ও একাডেমি এলাকায় ভিড়ের চাপ এড়িয়ে দর্শনার্থী-ক্রেতারা এই পথ ব্যবহার করতে পারবেন।’
এবারের বইমেলাকে কেন্দ্র করে সুনির্দিষ্টভাবে কোনো লেখক-প্রকাশকের ওপর হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সুনির্দিষ্টভাবে কারও উপর কোনো থ্রেট নেই। তারপরও যদি কোনো লেখক-প্রকাশক মনে করেন তার উপর থ্রেট আছে, তাহলে আমরা বিশেষ নজর রাখব।’
উল্লেখ্য, ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’— শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২৩। বুধবার বেলা ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/আরআইআর/এমও