Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৩ ২০:৫০

ফাইল ছবি

ঢাকা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।

মঙ্গলবার (৩১জানুয়ারি) বিকেলে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৭তম বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আজকের যে দেশের শিল্প বিপ্লব চলমান আছে, প্রধানমন্ত্রীর জন্যই তা সম্ভব হয়েছে। করোনাকালে যেখানে সমগ্র বিশ্বে শিল্প বন্ধ হয়ে গিয়েছিল সেখানে প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পকে প্রণোদনা দিয়ে জাগ্রত করেছেন। জাগ্রত হয়েছে শিল্প বিপ্লব। ফলে করোনোকালেও আমরা কোনো সমস্যায় পড়িনি।’

তিনি বলেন, দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে বাণিজ্য মেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার বিশ্বাস দেশি-বিদেশি দর্শনার্থীদের আগমনে মেলা সাফল্য পেয়েছে।’

সরকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু আমাদের যোগাযোগখাতে অভাবনীয় সাফল্য। পদ্মাসেতু অঞ্চলে এখন শিল্প কারখানা গড়ে উঠবে। রেল ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে।’

তিনি বলেন, ‘মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা বাইপাসে সমস্যা অনেকটা কমেছে। আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রূপগঞ্জে আসবেন এবং মেট্রোরেল-১ উদ্বোধন করবেন। যেটা পাতাল রেল হিসেবে পরিচিত। মেট্রোরেল-১ সমগ্র ঢাকা শহরের সঙ্গে সম্পর্ক তৈরি করবে।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৩০ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলারের (৩০০ কোটি টাকা) রফতানি আদেশ পাওয়া গেছে। এছাড়া মেলায় প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রয় হয়েছে।’

তিনি জানান, এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৩১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট ছিল। যা গত বছরের তুলনায় শতকরা ৪০ শতাংশ বেশি। মেলায় ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও নেপালের মোট ১৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।

বিভিন্ন ধরনের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্ট ফুড, হস্তশিল্প, হোম ডেকর, ফার্নিচার ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হয়েছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

প্রথম পুরস্কার হিসেবে বিভিন্ন ক্যাটাগরির ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে গোল্ড কালার ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে সিলভার কালার ট্রফি দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরির ১৩টি প্যাভিলিয়ন ও স্টলকে। তৃতীয় পুরস্কার হিসেবে ব্রোঞ্জ কালার ট্রফি দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরির ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে।

সমাপনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের  জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

সারাবাংলা/এসজে/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর