Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মুকুলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৩ ২৩:৪৪

ঢাকা: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম মুকুল (৫৬) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাস্তায় হঠাৎ অসুস্থ্ হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তেজগাঁও এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ পড়েন পুলিশের ওই কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জানান, মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন। তাদের গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল লেন পরিবর্তন করে তাদের গাড়ির সামনে চলে আসে। তা দেখে শফিকুর রহমান মুকুল  উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপরই বেহুঁশ হয়ে পড়ে যান।

গাড়ি চালক আরও জানান, তখন গাড়িতে করে শফিকুর রহমান মুকুলকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসআর/একে

অতিরিক্ত পুলিশ সুপার এসবি স্পেশাল ব্রাঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর